Print Date & Time : 21 April 2025 Monday 1:25 pm

মির্জাপুরে ১০৫ ভরি স্বর্ণসহ ৬৮ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের ইতালী প্লাজায় এম আর নামে একটি জুয়েলারীর দোকানে গোপন সংবাদে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ ১০৫ ভরি স্বর্ণসহ নগদ ৬৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে এলাকায় তোলপার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, মির্জাপুর বাজারের কালি রোডের ইতালি প্লাজায় এম আর নামে জুয়েলারীর দোকানে দীর্ঘ দিন ধরে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভাবে লাখ লাখ টাকার স্বর্ণবেচাকেনা হয়ে আসছিল। এম আর জুয়েলারীর মালিক মো. মজিবুর রহমান ও তার তিন পুত্র ব্যবসা পরিচালনা করেন। বৈধ স্বর্ণ ব্যবসার আড়ালে এই দোকানে একটি সিন্ডিকেট চক্র দেশী ও বিদেশী স্বর্ণ চোরাচালানের মাধ্যমে ক্রয়-বিক্রয় করে আসছে।
গোপন সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঐ জুয়েলারীর দোকানে এবং থানা রোডের কাজী সাহেবের বাসার সামনের মজিবর রহমানের বহুতল বাসায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বর্নের বার, চেইন, আংটি, হাতের বালা, কানের দুল, নেকলেসসহ ১০৫ ভরি স্বর্ন এবং নগদ ৬৮ লাখ টাকা উদ্ধার হয়।

অভিযানের সময় দোকানের মালিক স্বর্ণের বৈধ কোন কাগজপত্র এবং উদ্ধারকৃত ৬৮ লাখ টাকার উৎস দেখাতে পারেনি।
উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত ১০৫ ভরি স্বর্ণ ও নগদ ৬৮ লাখ টাকা মির্জাপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবন্দের জিম্মায় দেওয়া হয়েছে। যাচাই বাছাই ও বৈধ কাগজপত্র দেখাতে না পারলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

অভিযান পরিচালনার সময় মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. সাদিক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, একসাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান, মো. জহিরুল ইসলাম ও আনোয়ার হোসেনসহ পুলিশ ও সেনা সদস্যগন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে যৌবাহিনীর সঙ্গে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে আইন-শৃঙ্খলা রক্সাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এম আর জুয়েলারীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিপুল পরিমান স্বর্ণ ও নগদ ৬৮ লাখ টাকা উদ্ধার করা হয। জুয়েলারীর মারিক বৈধ কাগজপত্র দেখাতে না পরায় স্বর্ণ ও নগদ টাকা বাজারের ব্যবসায়ীদের জিম্মায় রেখে দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে না পাররে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।