Print Date & Time : 4 July 2025 Friday 2:59 am

মির্জাপুরে ১১ টি ক্লিনিক-হাসপাতাল- ডায়াগোনিস্টিকে সিলগালা

৭০ হাজার টাকা জরিমানা ভুয়া ডাক্তার আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন যোৗথ অভিযান চালিয়ে ১১ অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে। এ সময় অনিবন্ধিত নয়টি ক্লিনিককে সিলগালা করে ৭০ হাজার টাকা জরিমানা এবং এক ডেন্ডাল ক্লিনিক থেকে আলমগীর হোসেন (৩৫) নামে ভুয়া চিকিৎসক আটক করা হয়। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমনা করে ছেড়ে দেওয়া হয়। আজ সোমবার (৩০ মে) মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুল জানিয়েছেন।
তিনি জানান, মোবাইল কোর্ট পরিচারনা করে অনিন্ধিত শাহ চন্দ্রপুরি ডায়াগোনিস্টক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমনা ও সিলগালা, মহিরুননেছা হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমনা ও সিলগালা, মাতৃ ¯েœহ ডেন্ডাল ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, মা ডেন্ডাল কেয়ারকে পাঁচ হাজার টাকার জরিমানা ও সিলগালা, বাঁশতৈল ডায়াগোনিস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমনা ও সিলগালা এবং মেয়াদ উত্তীর্ন ঔষধ বেশী দামে বিক্রি করায় বাঁশতৈল বাজারে একটি ফাঁর্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (২৯ মে) বন্ধু ডায়াগোনিস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, ডিজিটাল কেয়ার ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমনাা ও সিলগালা, সিয়াম ডায়াগোনিস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা, হাকিম আধুনিক জেনারেল হাসপাতালকে সিলগালা এবং আল মদিনা ইসলামিয়া আধুনিক চক্ষু হাসপাতালকে সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচারনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম এবং উপজেলা সেনেটারী পরিদর্শক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, মির্জাপুরে সরকারী আইন অমান্য করে ও স্বাস।ত্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টার ব্যবসা করে আসছে। অভিযান শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২২//