Print Date & Time : 11 May 2025 Sunday 4:23 am

মির্জাপুরে ১৪৪ ধারা জারির পর মসজিদে ঝুঁলছে তালা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের জামাত নিয়ে মসজিদ কমিটির দুই গ্রুপের মধ্যে দ্বন্ধ, মসজিদ দখল এবং আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পর নামাজ আদায় বন্ধ ও মসজিদে এখন তালা ঝুঁলছে। দুই গ্রুপের লোকজন পৃথক পৃথক স্থানে ঈদের নামাজ আদায় করেছে। দুই গ্রুপের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসি। ১৪৪ ধারা জারি করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
মির্জাপুর উপজেলার চার নং ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকার পাড়া জামে মসজিদে এ ১৪৪ ধারা জারির ঘটনা ঘটেছে। দীর্ঘ দিন ধরেই ভাওড়া সরকারপাড়া জামে মসজিতের কমিটি নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা দুই গ্রুপের মধ্যে দ্বন্ধ চলে আসছে। মসজিদের দুই কমিটির বিরুদ্ধে বিপুল অংকের টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে। দুই পক্ষই মির্জাপুর থানায় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাল্টাপাল্টি অভিযোগ করেছেন
আজ মঙ্গলবার (৩ মে) মির্জাপুর থানা পুলিশ সুত্র এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, ভাওড়া সরকারপাড়া জামে মসজিদের আধিপত্ত নিয়ে দীর্ঘ দিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে। আজ মঙ্গলবার ঈদের জামাত নিয়ে দুই গ্রুপ দুই জন ঈমাম নিয়োগ দেওয়ায় এলাকায় মতবিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারে। এ জন্য মসজিদের ৪০০শ গজের মধ্যে উপজেলা প্রশাসন সভা সমাবেশ, পিকেটিংসহ সকল ধরনের কাজ বন্ধ রেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি আব্দুল করিম ও সাধারন সম্পাদক মাহফুজুল হক পিন্টু। তাদের অভিযোগ মসজিদ কমিটির সাবেক সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল কাদের এবং কোষাধক্ষ বাদল মিয়া মসজিদ উন্নয়নের প্রায় ২০ লাখ টাকা অনিয়ম দুর্নীতির মাধ্যমে আত্বসাত করেছে। সমাজবাসি ক্ষুব্দ হয়ে মসজিদ পরিচালনার জন্য নতুন একটি কমিটি ঘোষনা করেছেন। নতুন কমিটির সভাপতি আব্দুল করিম বাদী হয়ে পুর্বের কমিটির সভাপতি-সাধারন সম্পাদক ও কোষাধক্ষকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।
অপর কমিটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল কাদের ও কোষাধক্ষ বাদল মিয়া। তাদরে অভিযোগ আব্দুল করিম ও মাহফুজুল হক পিন্টু যে অভিযোগ করেছেন তার কোন ভিত্তি ও সত্যতা নেই। সাবেক সেনা কর্মর্তার মদদে মসজিদের কাজের কথা বলে বিপুল অংকের টাকা আত্বসাত করেছে। সভাপতি আব্দুল করিম, সাধারন সম্পাদক মাহফুজুল হক পিন্টু ও কোষাধক্ষ শাহাদত হোসেনসহ কতিপয় সদস্য মসজিদের দানবাক্্র ভেঙ্গে বিপুল অংকের টাকা এবং চেক জালিয়াতি করে ব্যাংক থেকে মোটা অংকের টাকা আত্বসাত করেছে। তাদের বিরুে থানায় ও ইউনও অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে দুই শিক্ষকসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার (২ মে) দুই গ্রুপ পাল্টাপাল্টি ইদের জামাত করার ঘোষনা দিলে উত্তেজনা দেখা দেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, ওসি মো. আলম আলম চাঁদ এবং স্তায়ী ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের মধ্যে কথা বলেও কোন সুরাহা করতে পারেনি। গভীর রাতে নির্বাহী অফিসার ঈদের নামাজ বন্ধ রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ বলেন, ভাওড়া গ্রামের সরকার পাড়া মসজিদ কমিটি ও ঈদের জামাত নিয়ে দ্বন্ধের কারনে দুই গ্রুপের মধ্যে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মসজিদ কমিটির দুই গ্রুপ মসজিদ দখল নিয়ে পাল্টাপাল্টি ঈমাম নিয়োগ দেওয়ায় ঈদের জমাত নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশকায় ফৌজধারী কার্যবিধি ১৪৪ (১) ধারা জারি করা হয়েছে। কোন পক্ষই মসজদি এলাকার ৪০০শ গজের মধ্যে ঈদের জামাত পড়তে পারবে না। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।