মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে ১৭শ দলীয় নেতাকর্মী এবং অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এবং প্রয়াত চার বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের পুত্র।
আজ শনিবার ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত জানান, ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রদ্ধেয় নেতা মীর শরীফ মাহমুদ এর দিক নির্দেশনায় দলকে সুসংগঠিত রাখতে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এছাড়া এলাকার অসহায়দের মাঝেও এ উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জামা, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ও শুকনো খাবার। ভবিষ্যতে তার এ কর্মপরিকল্পনা আরও প্রসারিত করা হবে বলে তিনি জানিয়েছেন।

Print Date & Time : 4 July 2025 Friday 10:57 pm