Print Date & Time : 5 July 2025 Saturday 1:32 am

মির্জাপুরে ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিল ক্ষুদে শিক্ষার্থীরা


স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে প্রায় ৩৬ হাজার ক্ষুদে শিক্ষার্থী ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছে। আজ বৃহস্পতিবার (২ জুন) সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদের বিপরীতে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোট গ্রহন হয়। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতই শিশুদের এই নির্বাচনেও ব্যালট পেপার, কালি, ভোট বাক্্রসহ সকল প্রকার প্রস্তুতি ছিল ছোখে পরার মত। শিশুদের মধ্য থেকেই নিয়োগ করা হয়েছিল পুলিশ, র‌্যাব, আনসার, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার। পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপন ও বাগান তৈরী এবং অভ্যর্থনা ও আপ্যায়ন এই ৭ টি পদে প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন হয়ে নেতা নির্বাচিত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোাহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষ, শান্তিপুর্ন ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//