মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে সিঁদুর খেলা, দেবীর পায়ে অঞ্জুলী অর্পন ও ভক্তদের চোখের জ্বলে গভীর রাতে বংশাই-লৌহজং নদীতে ২৫৭ মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
এবারের শারদীয় পূজা উদযাপন ছিল আনন্দঘন পরিবেশ। বিপুল সংখ্যক মন্ডপে পূজা উদযাপন হলেও কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত।
আজ শুক্রবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, এ বছর মির্জাপুর পৌসভা এবং ১৪ ইউনিয়নে মোট ২৫৭ মন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন ছিল। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগন নিয়োজিত ছিল। পাশাপাশি টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে স্টাইকিং ফোর্স, র্যাব ও সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মত। গতকাল বৃহস্পতিবার দুপরের পর থেকেই মন্ডপে মন্ডপে দেবীকে বিদায়ের সুর বাজে। সনাতনধর্মের পূজারী ও ভক্তরা মন্ডপে মন্ডপে দেবীর পায়ে অন্জলী অর্পন ও সিঁদুর খেলাসহ নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠে।
ঢাক-ঢোল, উলধ্বনি ও শঙ্খধ্বনিতে মন্ডপ প্রাঙ্গনগুলো এক উৎসব মুখর হয়ে উঠে। লেীহজং নদীর কুমুদিনী হাসপাতালঘাট, পুষ্টকামুরী এবং বংশাই নদীর গাড়াইল, গোড়াইলসহ বিভিন্ন এলাকায় দর্শনার্থীদের ভিড় জমে। গভীর রাত পর্যন্ত একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী ও সাধারণ স্পাদক প্রমথেস গোষ্মামী সংকর বলেন, টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রতিটি মন্ডপে সার্বিক নিরাপত্তা দিয়েছেন। সব মিলিয়ে এবারের দুর্গাপূজার আয়োজন ছিল উৎসব মুখর। কোথাও কোন সমস্যা হয়নি। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, মির্জাপুরে এ বছর সর্বোচ্চ ২৫৭ মন্ডপে পূজা উদযাপন হয়েছে। অন্তবর্তী সরকারের তিনজন উপদেষ্টা মন্ডলীর সদস্য, কয়েকজন বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদুত, রাজনৈতিকদলের নেত্রীবৃন্দসহ ভিআইপিগণ এখানে মন্ডপ পরিদর্শনে এসেছিলেন। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। সকলে সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার রাতেই প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, এবারের দুর্গাপূজা ছিল উৎসব আর আনন্দের। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। কোথাও কোন সমস্যা হয়নি। সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

Discussion about this post