মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গত ২৪ এপ্রিল নির্বাচন কমিশনের জারি করা তফসিল ঘোষনা হওয়ায় আগামী ৫ জুন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন।
চতুর্থ ধাপের এই নির্বাচনকে ঘিরে নির্দেশ অমান্য করে দলীয় প্রধান ও এমপির ছবি সম্ভলিত সম্ভাব্য চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের রঙ্গিন ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে অলি-গলি।
নির্বাচন স্বচ্ছ করতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন না হলেও এ উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীগন জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক এবং স্থানীয় এমপির ছবি জুড়ে দিয়ে প্রতিটি এলাকায় রঙ্গিন ব্যানার পোষ্টার সাটিয়েছেন।
দলের নির্দেশ অমান্য করে নেতাদের ছবি দিয়ে ব্যানার পোষ্টার দেওয়ায় এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যেও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে দেখা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থদের ব্যানার পোষ্টারে দলীয় প্রধানসহ এমপির ছবি।
আজ শুক্রবার মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়,এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ২০৯ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭, মোট বুথ ৭১৮। মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ও রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন। গণ-বিজ্ঞপ্তি অনুযায়ী আহামী ৯ মে রিটার্নিং অফিসারের নিকট অন-লাইনের মাধ্যমে মনোয়নপত্র জমা, ১২ মে মনোয়নপত্র বাছাই, ১৩-১৫ মে মনোয়নপত্র আপিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, ১৯ মে মনোয়নপত্র প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্ধ এবং ৫ জুন ভোট গ্রহন। রিটার্নিং অফিসারের গণ-বিজ্ঞপ্তি জারির পর থেকেই মির্জাপুর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত হয়ে পরেছেন। দিন রাত চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। চলছে গণসংযোগ, উঠান বৈঠক, সভা-সমাবেশ।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মির্জাপুর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, শিল্পপতি ও আওয়ামলীগ নেতা মো. রেজাউল করিম বাবুল, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার, জননেতা ফিরোজ হায়দার খান ও জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আবুল কাশেম মিয়া। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আজাহারুল ইসলাম আজাহার, মো. শওকত মিয়া ও উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, রুবি আক্তার কনা ও চাঁদ সুলতানা।
পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি মতবিনিময় সভায় বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন হবে নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপুর্ন ও গ্রহণযোগ্য করতে মাননীয় প্রধানমন্ত্রনী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন না। দলীয় ভাবে কাউকে সমর্থনও দেওয়া যাবে না। নির্বাচন হবে সম্পুর্ন নিরপেক্ষ। যার যার যোগ্যতায় ভোটরগন যাবে ভোট দিনে তারাই চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post