মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদাদতা:
টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসন ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পবিত্র রমজান মাসেও বেশ কয়েকটি স্পটে চলছে জুয়ার আসর। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এক ইউপি চেয়ারম্যানরে ভাতিজাসহ ছয় জুয়াড়িকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আনাইতারা ইউনিয়নের মামুদপুর গ্রামের ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল মো. ময়নাল হকের ভাতিজা আলীম (৩০), দুলাল (২৮), গোপাল (৩৬), রিপন (২৯), মোকলেছ (৪০) ও সুভাষ বাদ্যকর (৩৮)। গতকাল শুক্রবার বিাগত রাতে আনাইতারা ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
আজ শনিবার (৯ এপ্রিল) মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন জানান, পবিত্র রমজান মাসেও এলাকার কিছু অসাধু চক্র বিভিন্ন কৌশলে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার রাতে আনাইতারা ইউনিয়নে মামুদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক এবং আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান আবুর বাড়ির পাশ থেকে ঐ জুয়াড়িদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে। এ সময় তাদরে কাছ থেকে জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ এর সঙ্গে যোগাযোগ করা হেল তিনি বলেন, ছয় জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//