মীর আনোয়ার হোসেন টুটুল
৮৫ বস্তা নিষিদ্ধ পলিথিনসহ দুই চোরা কারবারীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনী এলাকায় নিরিবিল হোটেলের সামনে টাঙ্গাইল গামী একটি ট্রাকে ভর্তি ৮৫ বস্তা পলিথিনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে রংপুর জেলার হারাগাছ উপজেলার তপধন গ্রামের বুদা রায়ের ছেলে মিলন রায় (২৮) এবং রংপুর জেলার পশুরাম থানার জলছত্র গ্রামের মোকলেছুর রহমানের ছেলে শামীম (২৭)।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, গতকাল বুধবার গোপন সংবাদ পেয়ে ওসির নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনী এলাকায় নিরিবিলি হোটেলের সামনে সার্ভিস লেনে রাস্তার উপর টাঙ্গাইল গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৫১৬৩) ভর্তি নিষিদ্ধ পলিথিন নিয়ে ৩/৪ জন অজ্ঞাতনামা লোক বিক্রিয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। গাড়ীতে রক্ষিত মালামালের কথা জিজ্ঞাসাবাদ করিলে তারা কোন জবাব না দিয়ে পালানোর চেষ্টা করিলে দুই জনকে গ্রেফতার করা হয়। গাড়ী তল্লাশী করিয়া ৮৫ বস্তা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত নিষিদ্ধ পলিথি উদ্ধার এবং ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত নিষিদ্দ পলিথিনের মুল্য প্রায় সাত লাখ টাকা।
এ ব্যাপারে গোড়াই হাইওয় থানার ওসি মো. আজিজুল হক বলেন, ৮৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার এবং ট্রাকসহ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।

Print Date & Time : 4 July 2025 Friday 3:55 pm