মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) মুক্ত ঘোষনা করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ যৌথ সভার আয়োজন করে। আজ শনিবার বেলা এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, এসিল্যান্ড সুচী রানী সাহা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Discussion about this post