মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিদায়ী এসিল্যান্ড মীর্জা মো. জুবায়ের হোসেনের স্থলাভিত্তিক হলেন। এর আগে তিনি কিশোর জেলার কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। বদলিকৃত মীর্জা জুবায়ের হোসেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে ন্যাস্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মির্জাপুর উপজেরা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান জানান, গতকাল বুধবার (১৩ এপ্রিল) মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হিসেবে মো. আমিনুর ইসলাম যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য তত্ত বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন এবং অনার্স মাস্টার্স শেষে বিসিএস ৩৬ তম ব্যাচের ক্যাডার হিসেবে কর্মস্থলে যোগদান করেন। তার কর্মদক্ষতায় তিনি ৩৬ তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নীলফামারী, লালমনিরহাট এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় সহকারী কমিশানর (ভূমি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এ ব্যাপারে নবাগত এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা। আমি সব সময় দেশ ও জাতির কল্যানে জনগনের সেবার জন্য প্রস্তুত। স্থানীয় এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক , উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দসহ সুশিল সমাজের সার্বিক সহযোগিতায় মির্জাপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post