মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদাদতা:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার এবং সংরক্ষিত নারী আসনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহবুবা শাহরীন।
গতকাল বুধবার (৫ জুন) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুসারে বিজয়ী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) পেয়েছে ৫৫ হাজার ৭৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) পেয়েছেন ৩১ হাজার ৯৯৫ ভোট। সীমান্ত বেশী পেয়েছেন ২৩ হাজার ৭৭৫ ভোট। তৃতীয় হয়েছেন ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) ২১ হাজার ৬৭৫। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম আজাহার (তালা চাবি) ৫৬ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. শওকত মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৯ ভোট। বিজয়ী আজাহার বেশী পেয়েছেন ৬ হাজার ৫০৯ ভোট। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসনে পদে বিজয়ী হয়েছেন মাহবুবা শাহরীন (কলসি) ৫৪ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল) পেয়েছেন ৪০ হাজার ২০৯ ভোট। বিজয়ী মাহবুবা বেশী পেয়েছেন ১৪ হাজার ৪৩৮ ভোট। তৃতীয় হয়েছেন চাঁদ সুলতানা (হাঁস) ১২ হাজার ৩৭১ ভোট।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে। পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৪৪ ভোট কেন্দ্রের জন্য ১৫ জন ম্যাজিষ্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন এলাকা ও ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স নিয়মিত কাজ করছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post