মীর আনোয়ার হোসেন টুটুল
প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের সহধর্মীনি মিসেস ঝরনা হোসেন বলেছেন উন্নয়নের ধারা অব্যাহৃত রাখত এবং মির্জাপুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিন। তিনি বলেন আমার স্বামী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি ছিলেন আপনাদের ভোটে নির্বাচিত চার বারের এমপি। তিনি মির্জাপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। তার মৃত্যুর পর উপনির্বাচনে নৌকার মনোয়ন পেয়েছেন তরুন প্রজন্মের মুখ আমার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুকের পুত্র খান আহমেদ শুভ। আগামী ১৬ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করার অনুরোধ জানান। ঝরনা হোসেন ও আওয়ামীলীগের নের্তৃবৃন্দ মাঠে নামায় নৌকার পালে হাওয়া লেগেছে। বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হওয়ার পথে বলে ধারনা করেছেন ভোটারগন। এ সময় বক্তব্য রাখেন, নৌকার মাঝি খান আহমেদ শুভ ও ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্তসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওায়ামীলীগ এবং এর সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডট্রিজের সভাপতি এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ বলেন, আমার বাবা ফজলুর রহমান খান ফারুক একজন মুক্তিযোদ্ধা এবং জাতির জনক বঙ্গবন্ধুর পরিক্ষিত সৈনিক। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রয়াত এমপি বীর মুকিএযাদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেন যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মী আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছেন। সকলের সহযোগিতায় বিপুল ভোটে আগামী ১৬ জানুয়ারি নৌকা প্রতিকে বিজয়ী হয়ে মির্জাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে জনগনের মাঝে উপহার দিতে চাই।

Discussion about this post