Print Date & Time : 27 July 2025 Sunday 11:14 pm

মির্জাপুর ক্যাডেট কলেজে নজরুল হাউজ চ্যাম্পিয়ন

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে ফজলুল হক হাউজ। 

২০২২-২০২৩ শিক্ষা বর্ষে অভার অল শ্রেষ্ঠ হয়েছে ফজলুল হক হাউজ। ৫ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে আজ বৃহস্পতিবার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইউনিভাসির্টি অব প্রফেশনালস এর উপচার্জ মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বিএসপি, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন তামান্না আফরোজ।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ রিয়াজ আহমেদ চৌধুরী কর্নেল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে কলেজের ক্যাডেটদের অংশ গ্রহনে আšঃÍহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন অধ্যক্ষ রিয়াজ আহমেদ চৌধুরী কর্নেল। ৫ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় আজ বৃহস্পতিবার ছিল সমাপনী। 

বিকেলে কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর আনন্দঘন পরিবেশে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ভাইস প্রিন্সিপাল এটি এম মোয়াজ্জেম হোসেন, এডজুট্যান্ট মেজর আবু সালেহ ইয়া-ইয়া, শিক্ষক মন্ডলী, অভিভাবক, ক্যাডেট, ক্রীড়াবিদ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ডিসেম্বর ২০২৩