মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। আজ রবিবার (৮ মে) বিকেলে মির্জাপুর থানার হল রুমে আনুষ্ঠানিক ভাবে মির্জাপুর থানায় দায়িত্ব গ্রহন করেছেন।
বিদায়ী অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মুসা, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকে›ন্ড অফিসার মো. গোলাম মোস্তফা, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সফেক্টর মো. সাকাওয়াত হোসেন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খানসহ মির্জাপুর থানার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানা সুত্র জানায়, শেখ আবু সালেহ মাসুদ করিমের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন। পদন্মতি পেয়ে ওসি হিসেবে যশোহর জেলার বেনাপোল ও ঝিকরগাছা থানা, সাতক্ষিরা জেলার কলারোয়া, রাজধানী ঢাকার ধানমন্ডী, মুগদা, গুলশান থানা এবং উত্তরার এপিবিএনে ওসির দায়িত্ব পালন করেছেন। তিনি তিন কন্যা সন্তানের জনক।
এ ব্যাপারে মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আমি মির্জাপুর থানায় নতুন হিসেবে যোগদান করেছি। সকলের সার্বিক সহযোগিতায় মির্জাপুরকে মাদক মুক্ত, বাল্য বিবাহ প্রতিরোধসহ মডেল হিসেবে উপহার দিতে চাই। স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, সকল রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, সুশিল সমাজ, শিক্ষক, ঈমাম, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সকলের সহযোগিতা কামনা করছি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৮,২০২২//

Discussion about this post