মির্জাপুর থানার এসআই রামকৃষ্ণ সরকার আজ রবিবার (২১ মে) তিন মাসের সাজা প্রাপ্ত পলাতক এক বৃদ্ধাকে গ্রেফতার করেছেন। তিনি লাল শালু পরে সাধু বাবা (সন্নাসী) সেজে কনস্টবল দেলোয়ার হোসেনকে নিয়ে ওই বৃদ্ধাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এনিয়ে এলাকায় এবং পুলিশ প্রশাসনে তোলপাড়সহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই পলাতক বৃদ্ধা নাম হোসনেয়ারা বেগম (৪৭)। স্বামীর নাম জাহাঙ্গীর আলম। বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে খেলাপী হয়ে পড়েন। এনজিওর কর্মকর্তারা তার কাছ থেকে ঋণের টাকা আদায় করতে পেরে দুটি চেক লিখিয়ে নেন। ব্যাংকে টাকা না
থাকায় চেক দুটি ডিজঅনার হয়। ডিজঅনার সার্টিফিকেট নিয়ে এনজিও কর্তৃপক্ষ হোসনেয়ারার নামে ২০২২ সালে কোর্টে দুটি মামলা করে। সেই মামলায় তার তিন মাসের জেল হয়।
এরপর হোসনেয়ারা গ্রেফতার এড়াতে দিনে পালিয়ে বেড়ান। রাতে প্রতিবেশিদের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকেন। এভাবে পার হয়ে যায় এক বছর। একবছর ধরে তামিল না হওয়া ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্ব পান মির্জাপুর থানার এসআই রামকৃষ্ণ সরকার।
আজ রবিবার (২১ মে) এসআই রামকৃষ্ণ সরকার লাল শালু পরে সাধু বাবা (সন্নাসী) সেজে কনস্টবল দেলোয়ার হোসেনকে নিয়ে আত্মগোপনে থাকা হোসনেয়ারার বাড়িতে যান। সেখান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
মাত্র তিন মাসের সাজা প্রাপ্ত এক বছর পালিয়ে বেড়ানো বৃদ্ধাকে সাধু বাবা সেজে গ্রেফতার করায় এলাকায় এবং পুলিশ প্রশাসনে তোলপাড়সহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মির্জাপুর থানার “অসিম সাহসী” উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ সরকার বলেন, সেবার ব্রত, ন্যায় নিষ্ঠা ও সততা নিয়ে পুলিশ বাহিনীতে কাজ করে আসছি। যত দিন এ পেশায় থাকবো ততদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবো। ইতিপুর্বেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক আসামী গ্রেফতার করেছি। পুলিশ বিভাগ থেকে একাধিক পুরষ্কার পেয়েছি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, এসআই রামকৃষ্ণ সরকার একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার। অপরাধ দমনে বিশেষ ভুমিকা রাখায় চলতি মাসে তিনি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়ে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নিকট থেকে পুরষ্কার পেয়েছেন। অভিনব কায়দায় পলাতক আসামী গ্রেফতার করতে পারায় তাকে মির্জাপুর থানা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
টুটুল//দৈনিক দেশতথ্য//মে ২১,২০২৩//
প্রিন্ট করুন

Discussion about this post