মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শুন্য আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে উপজেলা মাইক্রোবাস শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে মোটর গাড়ী শোভা যাত্রা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মোটর গাড়ি শোভা যাত্রা শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বের হয়ে মির্জাপুর বাজার বাজার এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করেছে। এ সময় শ্রমিক নেতা স্বপন, পান্না, তানবীর, সুমনসহ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাইক্রোবাস শ্রমিক কল্যাণ সমিতির নের্তৃবৃন্দ বলেন, খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সুযোগ্য পুত্র। শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক। তিনি এমপি নির্বাচিত হলে মির্জাপুর উন্নয়ন সম্ভব। আমরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করে যাচ্ছি।

Print Date & Time : 16 April 2025 Wednesday 4:17 pm