Print Date & Time : 8 July 2025 Tuesday 3:16 am

নকল সরবরাহ করায় মির্জাপুরে শিক্ষকের কারাদন্ড

এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কক্ষ পরিদর্শক এক শিক্ষককে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট (বিচারক) মো. আমিনুল ইসলাম বুলবুল এক মাসের কারাদন্ড (জেল) দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ রবিবার (২১ মে) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। দন্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. আফিকুর রহমান মিয়া। তার পিতার নাম মো. আজিজুর রহমান মিয়া, গ্রামের বাড়ি বানাইল ইউনিয়নের কুড়ালিয়াপাড়া গ্রামে। তিনি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন।

মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাগন জানান, আজ রবিবার ছিল এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান ও উচ্চতরণ গনিতের পরীক্ষা। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের নির্দেশে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুরবুল বেলা এগারটার দিকে পরিদর্শনে যান।

পরিদর্শনে সময় উক্ত আফিকুর রহমান নামে শিক্ষককে নকল সরবরাহ করতে দেখে হাতে নাতে ধরেন। পাবলিক পরীক্ষা আইনে মোবাইল কোর্টের বিচারক মো. আমিনুর ইসলাম বুলবুল তাকে এক মাসের কারাদন্ড (জেল) দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে মির্জাুপর উপজেলা নির্বাহী অফিসার ও এসএসসি পরীক্ষা ২০২৩ এর সভাপতি শাকিলা বিনতে মতিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বলুবুল বলেন, এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই মির্জাপুরে নকল মুক্ত, সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিপুর্বে বিভিন্ন অভিযোগে মির্জাপুর আফাজ উদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার ও একজন পরীক্ষার্থীকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব মো. সুলতান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষার হলে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক আফিকুর রহমানকে মোবাইর কোর্টের বিচারক একম মাসের দন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এক শিক্ষককে এক মাসের দন্ড দিয়ে এক শিক্ষককে জেল হাজতে পাঠানোর নির্দেশে দিয়েছেন। তাকে জেল হাজতে পাঠনোর প্রক্রিয়া চলছে।

টুটুল//দৈনিক দেশতথ্য//মে ২১,২০২৩//