মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে প্রেস ক্লাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সংসদ সদস্য খান আহমেদ শুভ নবনির্বাচিত কার্যানির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান।
নবনির্বাচিত কমিটির সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে এবং এস এম এরশাদ মিয়া ও সোহেল মোহসীন শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হযরত আলী মিঞা এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//