মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।বিনা প্রতিদ্বন্ধিতায় এক বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তর পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. সামসুল ইসলাম সহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মির্জাপুর প্রতিনিধি মো. হারুন অর রশিদ।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
মো. সামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর মির্জাপুর প্রতিনিধি সোহেল মোহসীন শিপন। এ সময় এসিল্যান্ড মাসুদর রহমান, ওসি মো. রেজাউল করিম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ্বাস, কিসমত খোন্দকার, আবুল কাশেম খান, নিরঞ্জন পাল, মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মো. শামীম আল মামুন, মো. জহিরুল ইসলাম শেলী, মো. এরশাদ মিঞা ও আশরাফ আহমেদ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে মো. সামসুল ইমলাম সহিদকে সভাপতি এবং মো. হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবাগত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post