মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কম্পিউটার ল্যাব ও এসি রুমের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের একটি কক্ষে কম্পিউটার ল্যাব ও এসি রুমের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। উদ্ধোধক ছিলেন মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর এবং ই বি এস গ্রুপের পরিচাল ক রাজনীতিবিদ ও সমাজ সেবক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। শুরুতেই অতিথিবৃন্দ ফিতা কেটে কম্পিউটার ল্যাব ও এসি রুমের উদ্ধোধন করেন।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অপিসার ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, অনুষ্ঠানের উদ্ধোধক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শেখ আবু সালেহ মাসুদ করিম এবং মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর প্রমুখ।
এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শাহীন আলম, সাধারন সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, আওয়ামীলীগ নেতা মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির ব্যক্তিগত একান্ত সহকারী (এপিএস) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিকসহ সুশিল সমাজের নের্তৃবৃন্দ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক, উপদেষ্টা, আজীবন সদস্য এবং পরামর্শকগন উপস্থিত ছিলেন।

Discussion about this post