জিয়াউর রহমান জিতু, মীরসরাই চট্টগ্রাম:
সংসদ নির্বাচনে চট্টগ্রাম মীরসরাই -১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় মীরসরাই -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল’কে সংবর্ধনা প্রদান করা হয়।
৭ জানুয়ারি শনিবার বিকেলে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে মীরসরাই উপজেলা চত্তরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে, একে এম জাহাঙ্গীর কবির এর সঞ্চালনায়
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নবনির্বাচিত এমপি মাহবুবুর রহমান রুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃনবৃন্দরা বক্তব্য প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্হিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক ভুট্টু, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন, জেলা আওয়ামীলীগের সদস্য আরিফুল ইসলাম আরিফ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কামরুল হাসান কামরুল, বারইারহাট পৌরসভার সাবেক মেয়র ভিপি নিজাম, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজাবাউল আলমসহ ছাত্রলীগ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দরাসহ ওয়ার্ডস্হ সকল নেতাকর্মীরা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post