Print Date & Time : 28 August 2025 Thursday 1:18 am

মীরসরাইয়ে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার ১ (নভেম্বর) ভোর ৭ টায় বিএনপির একটি মিছিল বের করে। এ সময় বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে স্থান ত্যাগ করেন দলটির নেতাকর্মীরা

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির কয়েকটি টিমের টহলকে উপেক্ষা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকে টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে মীরসরাইয়ে। সকাল থেকে দূর পাল্লার কোন গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশ, বিজিবিকে টহল দিতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আমরা বিজিবিসহ মহাসড়কের মীরসরাইয়ের পুরো এলাকা টহল দিয়েছি। কোথাও কিছু দেখলাম না। মীরসরাইয়ে সড়ক পথে এ ধরনের নাশকতা এড়াতে আমরা সর্বোপরী সতর্ক আছি।

দৈনিক দেশতথ্য//এইচ//