Print Date & Time : 4 July 2025 Friday 5:57 pm

মীরসরাইয়ে বিএনপির ১০ নেতাকর্মী আটক

নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে মীরসরাইয়ে ১০ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। বিষয়টি জানান মীরসরাই থানার ওসি সহিদুল ইসলাম।

আটককৃতরা হলো, মীরসরাই উপজেলা বিএনপির আহ্ববায়ক শাহীদুল ইসলাম সাঈদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলঅম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০), ও বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫) ও সাহেদ (২০)

মীরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহ্ববায়কসহ ১০জনকে আটক করা হয়েছে।
এসময় নির্বাচন বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। আটক কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে। আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এইচ//