Print Date & Time : 27 July 2025 Sunday 10:08 pm

মীরসরাইয়ে বিজিবি মোতায়েন

অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম সড়কের মীরসরাই উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকবে পুলিশও।

দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ নাশকতা, পিকেটিং এর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা নিরাপদ রাখতে ও জনজীবন স্বাভাবিক রাখতে জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে উক্ত বিজিবি সদস্যরা মহাসড়কে টহল শুরু করেছে। একই সঙ্গে টহল দিচ্ছে পুলিশও।

বিজিবি চট্টগ্রামের অধিনায়ক লে কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে হরতাল অবরোধকারীদের নাশকতা ঠেকাতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ওই টিম রাত ৯টা থেকে মহাসড়কে দায়িত্ব পালন করছে। তাদের টহল অব্যাহত থাকবে।

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাতে বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল শুরু করেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় এ দলটি সক্রিয় থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//