মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এবং গত বছরের সফল ৩ জন কৃষককে পুরস্কৃত করা হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব কৃষি উপকরণ ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হকের সভাপতিত্বে সদস্য নুর উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়।
এ সময় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি বিঘা জমির কৃষকদের ১ কেজি সরিষা বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা,দীন মোহাম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, মোহাম্মদ শাহজান। খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আবছার, শিবলুসহ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post