Print Date & Time : 15 July 2025 Tuesday 2:03 am

মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যােগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

জিয়াউর রহমান জিতু
মীরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ শ্লোগান নিয়ে ২ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত টান টান উত্তেজনামূলক ফাইনাল খেলায় জিহান বিল্ডার্স একাডেমী মীরসরাই সার্কেল এএসপি একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সোমবার ১২ ফেব্রুয়ারী ও ১৩ই ফেব্রুয়ারী দুই দিনের টুর্ণামেন্টে উপজেলা প্রশাসন, তিন থানা, সার্কেল এএসপি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ ১৬ দল নকআউট পদ্ধতিতে অংশ গ্রহণ করে।

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মীরসরাই সার্কেল টিমের মেহেদী হাসান শুভ। সেরা দর্শক নির্বাচিত হয় মীরসরাই ইউএনও পুত্র মোরসালিন।
খেলা শেষে আলোচনা সভায় মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, তরুন প্রজন্মকে জাতি গঠনের কাজে লাগাতে খেলাধুলার চর্চ্চা করতে হবে।

মুখ্য আলোচক ছিলেন, এএসপি মীরসরাই সার্কেল মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম, জোরারগঞ্জ হাইওয়ে থানা ওসি সোহেল সরকার, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ প্রমুখ। আলোচনা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আয়োজক উপকমিটির সমন্বয়ক বাবলু দে, আহবায়ক সানোয়ারুল ইসলাম রণি, সদস্য কামরুল হাসান, এমদাদুল হক ভূঁইয়া, জিয়াউর রহমান জিতু সহ উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ টূ্র্ণামেন্ট আয়োজনে সহযোগিতা করেন।

এর আগে উপজেলা শিল্পকলা একাডেমীর একদল সাংষ্কৃতিককর্মী তাদের সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শুরুতেই সেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন সোহেলের মৃত্যুতে তার বিদেহী আত্নার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//