মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
সাবেক মন্ত্রী, রাস্ট্রদূত, মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদে আছর উনার নিজবাড়ি পৌরসভার ৮নং ওয়ার্ড মিরেরখীল এলাকাবাসীর উদ্যোগে মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এ খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অত্র এলাকার কাউন্সিলর পৌর বিএনপির সি.যুগ্ম আহবায়ক এম.এ শুক্কুর, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.নুরুল কবির তালুকদার, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এরশাদ মির্জা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ হাসান, পৌর যুবদল নেতা গিয়াস উদ্দিন এবং মাহমুদ উল্লাহ, সাইফুল ইসলাম, মামুন, সোহেল, খোকন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুন্না, শহিদুল করিম, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি লোকমান, নেজাম, জিসান,আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা। তিনি রোগাক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার বাবার সুস্থতার জন্য হাটহাজারী তথা দেশবাসীকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।