Print Date & Time : 11 May 2025 Sunday 5:26 pm

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সভা

বিষাদ সিন্ধুর রচয়িতা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন,  কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় ১৭৫তম জন্মবার্ষিকী পালিত হবে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর ২ দিনব্যাপী নানা আয়োজনে বিভিন্ন কর্মসুচি নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফ-উজ-জামান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থপনা এবং শিক্ষা ও আইসিটি) আ.ন.ম.আবুজর গিফারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন বানু, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমান মন্ডল, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহেদ আরমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ, সিফাতুন নাহার, তানভীর হায়দার, স্বরূপ মূহুরী, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এম.লিটন-উজ-জামান ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী প্রমূখ।

এছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী দফতর প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ।

বা//দৈনিক দেশতথ্য// ১০ নভেম্বর ২০২২//