বাংলা সাহিত্যের কালজয়ী পুরুষ মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
তিনি বলেন, মীর মশাররফ হোসেন কুষ্টিয়া গর্ব, বাংলা সাহিত্যের অহংকার। এই কালজয়ী সাহিত্যিক লেখনীর মাধ্যমে একদিকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অন্যদিকে এই মাটি ও মানুষকে করেছের গর্বিত। তিনি শুধু সাহিত্যিক ছিলেন না, ছিলেন কিংবদন্তি সাংবাদিক। তাঁর সম্পাদিত আজিজুন নেহার পত্রিকা, হিতকর পত্রিকা কালের সাক্ষী। এই মহান ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা হবে সকল শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। বক্তব্য রাখেন সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম, কুষ্টিয়া চেম্বারের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম প্রমুখ।
সভায় দুই দিনব্যাপী মীরের বাস্তুভিটায় আলোচনা সভা, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মীর মেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে জন্মগগ্রণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর জীবন প্রদীপ নিভে যায় বিষাদসিন্ধু খ্যাত এই বিখ্যাত সাহিত্যিকের।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৪,২০২৩//

Discussion about this post