মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাঁথা ইতিহাস নেই। বরং ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে জিয়া প্রমাণ করেছেন তিনি তাদের দোসর ছিলেন। বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এদেশের মানুষকে ভালবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ৭১ এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। আর খালেদা জিয়ার আমলে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার বিকেলে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক দেশের সাথে, বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেছেন। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন বলেই আজও কোটি হৃদয়ে তিনি বেঁচে আছেন।
মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আলহাজ্ব আজগর আলী, কুষ্টিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন, পৌর মেয়র হাজী এনামুল হক মালিথা প্রমুখ। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের আয়োজিত আলোচনা সভার পূর্বে বিকেল ৪টায় মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট ও হাইডিপেন্ডেন্সি ইউনিটের শুভ উদ্বোধন করেন।