কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার পান্টি ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন প্রমূখ।
গার্ড অব অনার শেষে পানরটি ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পান্টি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে অসুস্থজনিত কারনে নিজ বাড়িতে মারা যান।
আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২