Print Date & Time : 12 May 2025 Monday 12:48 pm

মুখোমুখি খুলনা রেল স্টেশনে পুলিশ-বিএনপি, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

খুলনা রেল স্টেশনে বিএনপির সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছিল পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা । এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট ছোড়ে এবং স্টেশনের দরজার গ্লাস ভাংচুর করে।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে।

দুপুর ১২ টায় সরেজমিনে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক পুলিশ স্টেশনে অবস্থান নিয়েছে। বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিএনপি বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

কেএমপি অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্য্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

জা// দৈনিক দেশতথ্য// ২২ অক্টোবর ২০২২//