মেহেরপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উস্কানিমূলক বক্তব্যে মুজিবনগর উপজেলার চেয়াম্যান প্রার্থী ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিসার।
গতকাল ২৯ এপ্রিল (সোমবার) জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ দেয়া হয়। সেই সাথে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী মে মাসের ২ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২৬ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের পক্ষের এক সমর্থক আরেক চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেনের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য প্রদান করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এবং রতনপুর গ্রামে নির্বাচনী অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এমতাবস্তায় নির্বাচনী আচরণবিধি ২০১৬ এর ১৮ ধারা অনুযায়ি আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ২ মে বিকাল ৪ টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত থেকে লিখিত ব্যাখ্যা দেয়ার অনুরোধ করা হলো।
উল্লেখ্য,গত ২৬ এপ্রিল মুজিবনগর উপজেলার আনন্দবাস মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্বাচনী জনসভায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আযুব হোসেন আরেক চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন এর বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দেন। বক্তব্যে আয়ুব হোসেন বলেন, ভোট সেন্টারে রফিকুল ইসলাম (তোতা) অর্থাৎ মানে কাপ-পিরিচ প্রতিকের বাইরে কোন এজেন্ট থাকবে না এবং সমস্ত মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে হবে। আমি চেয়ারম্যান হিসেবে এ কথাটাই বলতে চাই। আর যদি কেউ গন্ডগোল করার চেষ্টা করে তার পায়ে মেরে গলায় ঝুলিয়ে ভোট সেন্টার থেকে বের করে দেওয়া হবে। আমরা চাই আনন্দবাসের ইজ্জত বাগোয়ানের ইজ্জত রক্ষা করতে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ এপ্রিল ২০২৪

Discussion about this post