Print Date & Time : 5 July 2025 Saturday 3:50 am

মুজিবনগরে একুশ উদযাপনের প্রস্তুতি সভা

মুজিবনগরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি সভা এবং দলকে সুসংগঠিত করা উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পি ডব্লিউ ডি আই রেস্টহাউস প্রাঙ্গণে মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রস্তুতি ও কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন, সাধারন সম্পাদক মঈনুল হক, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম অপা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন লাভলু, সম্পাদক শেখ সাকিব।

এ ছাড়া কর্মী সভায় চার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীরীগের সভাপতি ও সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।