মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে কল্পনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ এপ্রিল) সকালে নিজ ঘর থেকে গৃহবধূ কল্পনার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কল্পনা খাতুন মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের আসান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরেরদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে কল্পনা খাতুনের ছেলে হাসান আলী (১৮) মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যা।

Discussion about this post