মেহেরপুরের মুজিবনগরে টিসিবি পণ্য নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিককের নামে মানহানি মামলা করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য ও নারী- শিশু নির্যাতন কমিটির সহ-সভাপতি আব্দুর রাকিব।
বৃহস্পতিবার (৩০ মার্চ) মুজিবনগরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলার আসামীরা হলেন দৈনিক জবাবদিহির মুজিবনগর প্রতিনিধি শাকিল রেজা, মাথাভাঙ্গার প্রতিনিধি শেখ শফি ও সময়ের সমীকরণের প্রতিনিধি সোহাগ মন্ডল।
গত ২৫ মার্চ ঢাকা থেকে প্রকাশিত জবাবদিহি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিক মাথাভাঙ্গা ও সময়ের সমীকরণে সাংবাদিকদের নাম ভাঙিয়ে টিসিবি পন্য নিলেন ইউপি সদস্য রাকিব’ শিরোনামসহ ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে তিনি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করে সাংবাদিকদের বিরুদ্ধে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি আব্দুর রকিব বলেন কথা হবে আদালতে। তবে তিনি নিজেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সহ সভাপতি বলে পরিচয় দিলেও এই কমিটি কার্যক্রম ও সাধারণ সম্পাদক সমন্ধে কিছু জানেননা বলে জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৩১,২০২৩//

Discussion about this post