Print Date & Time : 7 July 2025 Monday 5:45 pm

মুজিবনগরে র‌্যাবের অভিযানে মাদকসহ ১জন আটক

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে ১৯৭ বোতল ফেনসিডিলসহ বকুল মিয়া (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব। 

সোমবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটিদল দারিয়াপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার জনৈক মােছাদ আলীর বাড়ির পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত বকুল জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইসরাফিল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকা দিয়ে ফেনসিডিলের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কদমতলা-গোরস্থানপাড়া রাস্তার মুছাদ আলীর বাড়ির দক্ষিণ পাশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ ও বকুল মিয়াকে আটক করা হয়।

জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মুজিবনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং -১৩।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ জুন২০২৪