Print Date & Time : 11 May 2025 Sunday 10:58 am

মুজিবনগরে হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে মুজিবনগরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষে মুজিবনগরের উন্নয়নের কাজ নতুন করে শুরু করতে মুজিবনর উন্নয়ন প্রকল্প একনেকে চলে গেছে। আাগামী সপ্তাহে একটি টিম সরেজমিনে পরিদর্শন করেই নতুন করে কার্যক্রম শুরু করবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর স্মৃতিসৌধে পূস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মুজিবনগরকে রাষ্ট্রীয় দিবস পালন করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটির প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করেছেন। কিছু মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি মুক্তিযোদ্ধাদের নামে ভাতা যাওয়ার ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধাদের আইডি কার্ডের সাথে মুক্তিযোদ্ধা সনদের কোনকিছু অমিল থাকলে তাহলে তাদের সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। ভাতা পাচ্ছেন না এটা ঠিক না অসঙ্গতির কারণে সাময়িক স্থগিত আছে। তাদের কাগজপত্র ঠিক করার সাথে সাথে তাদের টাকা এ্যাকাউন্টে চলে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঐতিহাসিক মুজিবনগরের আম্্রকাননে মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে এসমং উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, ফ্লোরিয়া ঝর্ণা সরকারসহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

এরআগে সকাল নয়টার দিকে শহীদ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর অতিথিদের পুলিশ,বিজিবি,স্কাউট,বিএনসিসি ও আনছার বাহিনী সমন্বিত গার্ড অব অনার প্রদান করেন।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//