Print Date & Time : 13 September 2025 Saturday 1:11 am

মুজিবনগরে ৫ বিঘা জমির কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের লিয়াকত আলীর নামে এক কৃষকের ৫ বিঘা জমির কলা গাছ ও কলা কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার(৭জুলায়) দিবাগত রাত্রে বাবুপুর গ্রামের মাঠের ৫টি দাগের জমিতে এ ঘটনা ঘটায়। এতে ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষী। জানা গেছে, গ্রামের মাঠে ৫ বিঘা জমিতে কলা আবাদ করেন লিয়াকত আলী।

প্রয়োজনীয় পরিচর্যায় কলাগাছগুলো বড় হয়ে উঠতে থাকে। আর কিছুদিন করে গাছগুলোতে পুরোপুরি কলার কাধি আসার সময়।

এরই মাঝে গেল রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে ৫টি বিঘা জমির কলাগাছ ও কিছু কলার কাধি কেটে তছরুপ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন লিয়াকত আলী।

এ বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ জুলাই ২০২৩