Print Date & Time : 16 April 2025 Wednesday 8:23 pm

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

রবিবার(১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান।
এ অভিযানে রফিকুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করে মুজিনগর থানায় নেওয়া হয়। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে ।

উল্লখ্যঃ রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অত্যান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত রফিকুল ইসলাম তোতা নির্বাচনে পরাজয় বরণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর কাছে।