মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে বিজিবির সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা নাছির শেখ (৪৫) নামের ভারতীয় নাগরিককে আটক করেছে। নছির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের সাত্তার শেখের ছেলে।জানা গেছে আনন্দবাস বিওপির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আনন্দবাস গ্রমের কাগমারি মাঠ এলাকায় টহল থাকাকালীন সময় এমপি-১০৩/এসপি-২এস লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে। এ ঘটনার মুজিব নগর থানায় দি এন্ট্রি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট ১৯৫২ বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৫। মুজিবনগর থানা।
দৈনিক দেশতথ্য//এল//