মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারত থেকে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৪ মে) ভোরে মুজিবনগরের সোনাপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশব্যাক করে। পরে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুরের হাসেনকান্দা গ্রামের বেল্লাল শেখের ছেলে রিপন শেখ (৩৫), খুলনার ঘনাবান্দা গ্রামের সুব্রত রায়ের মেয়ে সেজুতি রায়(২০), খুলনার দিয়াড়াবিল গ্রামের দীপঙ্কর রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইলের পংকবিলা গ্রামের অসীম সরকারের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২), যশোরের বুগেলহাট গ্রামের শহীদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম(২০), যশোরের কন্যাদা গ্রামের তাজউদ্দিনের ছেলে তারেক হোসেন (২৫), যশোর অভয়নগরের শ্যামল বিশ্বাসের ছেলে দেবদাস বিশ্বাস(৩৬), দেবদাস বিশ্বাসের স্ত্রী রুপা বিশ্বাস(২৭) এবং ছেলে জয়দেব বিশ্বাস(১০)।
স্থানীয় ও বিজিবির তথ্য অনুযায়ী আটককৃতরা অবৈভাবে বেশকিছুদিন আগে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যায়, আবার কেউ কাজ করতে ভারতে যাওয়ার পর বিএসএফ ও পুলিশের হাতে আটক হওয়ার পরে সেখানে কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করে বিএসএফ।
মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, সোনাপুর মাঝপাড়া সীমান্তের ১০৭ নম্বর পিলারের পাশ দিয়ে ১০ জন বাংলাদেশীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশব্যাক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের দায়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুসহ ১০ জনকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়েছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Discussion about this post