Print Date & Time : 22 August 2025 Friday 7:35 pm

মুরাদ সহ ২ জনের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাস হাসান এমপি সহ দুইজনের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে জেলা জাতীয়তাবাদী ফোরাম ও আইন জীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। বাদি মামলায় উল্লেখ করেন, ডাঃ মুরাদ হাসান এমপি ও তার সহযোগী মুহাম্মদ নাহিদ হেলাল জিয়াউর রহমান ও পরিবারের কনিষ্টতম সদস্য ব্যরিষ্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগত ভাবে অপমান অপদস্থ করার জন্য ভিডিও প্রকাশ করেছেন। এতে করে জিয়া পরিবারের সাথে সাথে সমগ্র নারী সমাজের মানহানি এবং অপমান করা হয়েছে। আসামীরা মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃনা বিদ্বেষ সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছেন। ফলে ১৮৬০ সনের পেনাল কোডের ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৪জন আইনজীবীসহ অনেকের স্বাক্ষী করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ মামলাটি গ্রহন করেছেন।