Print Date & Time : 7 September 2025 Sunday 5:50 pm

মুস্তাফিজের তিন উইকেটও জেতাতে পারেনি দিল্লিকে

স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই হারের স্বাদ পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের কাছে তার দল দিল্লি ক্যাপিটালস হেরে গেছে ১৪ রানে।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের সেই ম্যাচে টস হেরে ব্যাট করে ২০ ওভারে ১৭১ রান তুলে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করে শুবমান গিল। হার্দিক পান্ডিয়া করেন ৩১ রান। বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লির। পৃথিভ শো, টিম সেফাট দ্রুত ফিরে গেলে হাল ধরেন রিশভ পান্ত। অধিনায়ক পান্ত ৪৩ রান করে ফিরে গেলে শেষ দিকে ললিত জাদবের ২৫ এবং রোভমান পাওয়েলের ২০ রানও পারেনি লক্ষ্যে পৌঁছে দিতে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয় দিল্লি।

নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে আসর শুরু করেছিল দিল্লি।


দৈনিক দেশতথ্য//এল//