তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরিছড়া চা বাগানে আহত অবস্থায় ভূবন চিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে এ উদ্ধার কাজে করে স্ট্যানড ফর আওয়ার উইলফিল্ড ( S E W) টিমের কাছে হস্তান্তর করে সংবাদকর্মী বাবলু ঠাকুর ও তিমির বনিক।
হস্তান্তরের পর চিকিৎসা সেবা দিয়ে ভূবন চিল পাখিটি শ্রীমঙ্গল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বন ও প্রানী বিভাগের কর্মকর্তারা ভূবন চিল পাখিটি গ্ৰহন করেন।
পাখিটি অসুস্থ অবস্থায় রেসকিউ সেন্টারে চিকিৎসার ও দেখাশোনার জন্য রাখা হয়েছে। সুস্থ স্বাভাবিক হলে এটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে থাকুক পৃথিবীর সকল বন্যপ্রাণী এই লক্ষে সকলের সহযোগিতায় পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে উঠুক এমন প্রত্যাশা করেন সংবাদকর্মী তিমির বনিক।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post