Print Date & Time : 23 August 2025 Saturday 10:43 am

মেট্রোরেল: কোটালীপাড়ায় আ. লীগের আনন্দ মিছিল

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি : মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন

আজ বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা এস এম ইস্রাফিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য/এসএইচ//