এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী ৩১ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার যাত্রী সাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এছাড়া উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং বিপরীত অভিমুখী সকল মেট্র ট্রেন কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেল স্টেশনে থামবে। এখন থেকে যাত্রীগণ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকল মেট্রোরেল স্টেশন ব্যবহার করে মেট্র ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং মেট্র ট্রেনের পূর্বের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক জারিকৃত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৮,২০২৩//

Discussion about this post