মেডিকেলে চান্স না পাওয়ায় গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। নিহত ওই ছাত্রীর নাম হাফসা (১৯)। হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে৷ নিহত হাফসা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকার ইদ্রিস মন্ডলের মেয়ে।
গতকাল রবিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করেনি হাফসা। এরপর থেকেই তার মন খারাপ ছিল। পরিবারের লোকজন তাকে অনেক বোঝানোর পরও তার মন ভালো হয়নি।
সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শেষে গতকাল কুষ্টিয়ায় চলে যায় হাফসা। এরপর বিকেলে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে সে।
হাফসার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কাওসার। তিনি বলেন, মেডিকেলে চান্স না পাওয়ায় ওর অনেক মন খারাপ ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। এরপরও কেন সে এমন করল বুঝতে পারছি না।
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ মে ২০২৩

Discussion about this post