আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মানুষ গড়ার কারিগর শিক্ষক ও সাংবাদিক আঃ ছামাদ মিয়ার মেধাবী দুই সন্তানের ক্রমাগত সফলতায় শিক্ষক ও সাংবাদিক সমাজ গর্ববোধ করছে।
জানা যায়, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন ধামশুর গ্রামের শিক্ষক সাংবাদিক আঃ ছামাদ মিয়া ও জুলেখা আক্তার রেখা এই দম্পত্তির একমাত্র পুত্র জাহিদ আল ইসলাম রিজভী ২০২৪-২৫ সেশনে দেশের নামকরা চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দৌঁড়ে সবকটিতে পোক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
বর্তমানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছে।
বুয়েটের শেরে বাংলা হলের শিক্ষার্থী রিজভী ২০২৪-২৫ সেশনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ৫২৭, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ১০৮৭, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর (ক) ইউনিটে ১২২৭ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ৭০৫ মেধাস্থান অর্জন করে। রিজভী প্রাথমিক ও জেএসসিতে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে ২০২২ সালে ময়মনসিংহ গর্ভমেন্ট ল্যাভরেটরী হাইস্কুল থেকে জিপিএ- ৫.০০ পেয়ে এস.এস.সি (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীণ হয় এবং ময়মনসিংহ জেলার সরকারী আনন্দ মোহন কলেজ থেকে জিপিএ-৫.০০ পেয়ে ২০২৪ সালে এইচ.এস.সি (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীণ হয়। তার পিতা আঃ ছামাদ মিয়া ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য ও একই উপজেলার এমপিও ভূক্ত প্রতিষ্ঠান বাদে পুরুড়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং মা জুলেখা আক্তার রেখা গৃহিনী। অপরদিকে ছামাদ-জুলেখা দম্পত্তির একমাত্র কন্যা সন্তান শামিলা তাবাসসুম তন্বী দেশের একটি বে-সরকারী মেডিকেল কলেজে এখন এম.বি.বি.এস ৫ম বর্ষের শিক্ষার্থী। শিক্ষা জীবনে সন্তানের অর্জিত সফলতায় পিতা-মাতা অত্যন্ত খুশী এবং মহান করুনা ময়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে তাদের আগামীর স্বপ্ন পূরনে সবার দোয়া কামনা করেছেন। শিক্ষক সাংবাদিক আঃ ছামাদ মিয়ার দুই সন্তানের সফলতায় ভালুকা উপজেলার শিক্ষক ও সাংবাদিক সমাজ গর্ববোধ করে।

Discussion about this post